জানালার অভিমুখে বসে আছি
গা ছুঁয়ে যাচ্ছে শ্রাবণের ঝিরিঝিরি হাওয়া
বিষন্নতায় ডুবে আছি বিস্মৃতির অবগাহনে
আজ বড় বেশি মনে পরছে সৌমিতার কথা।
এইতো সেদিন দেখা হলো ওর সাথে
গুণে গুণে চৌদ্দটি বছর পর!
১১ই শ্রাবণে।
কথাবার্তা, চালচলনে এতটুকুও বদলায় নি সে
বদলায় নি আজও তার চাপা স্বভাব
অবয়ব জুড়ে অভিমানের স্পষ্ট ছাঁপ লেগে আছে এখনো।
ক্ষয়ে যাওয়া সময়ের গহীন স্রোতে
শুধু বদলে গিয়েছে দুজনার পৃথিবী।
সৌমিতার সাথে ক্ষণিকের সাক্ষাতে স্বান্তনা কেবল এটুকুই
এক নজর দেখতে পাওয়া।
মুখোমুখি দাঁড়িয়েও আজও বলা হলো না একজন অপরিণত মানুষের পরিচিতি
সভ্য সামাজিকতার দায়ভারে দেবদাস হতে না পারার আর্তনাদ!
জানা হলো না অব্যক্ত কথা
কিছু শুরু হতে না হতেই সবকিছু শেষ হওয়ার গল্প
চুলের রুক্ষতা, মলিন চেহারা, চোখের নিচে কালো দাগ আর রূগ্নতার ইতিকথা।
যদিও মনের ইচ্ছেরা আজও লাগামহীন
তবুও সময়ের সাতকাহন, সামাজিক বন্ধন বড় দেয়াল এখন দুজনার মাঝে
বাস্তবতার কঠিন সীমারেখায় আবদ্ধ দুজনার ভূবণ।
জানি না, আদৌ জানা হবে কি না সে না বলা কথা
বলা হবে কি না তার শূণ্যতায় আমার পরিণত হয়ে ওঠার কাব্যমালা?
হবে হয়তো কোনদিন
নয়তো না
হয়তো প্রতীক্ষা করতে হবে আরও চৌদ্দটি বছর
যুগের পর যুগ
নয়তো অনন্তকাল!!