রঙহীন এই শহরে
মনের ক্যানভাসে
প্রতিদিন কতো স্বপ্ন আঁকি
অদৃশ্য তুলিতে
মুছে যায়
তবুও আঁকি
অভিমানে হারিয়ে যাই
অজানা অন্য এক শহরে
খুঁজে ফিরি কাঙ্ক্ষিত রঙ
মেলে না
তবুও খুঁজি
আবার নতুন সাজে সাজিয়ে নিই
আমার স্বপ্নকে
নতুন উদ্যমে
আবারও হারিয়ে যাই
ভিন্ন এক শহরে
ভেসে বেড়াই মেঘশূণ্য আকাশে
বাতাসে মেলে দিই
ব্যর্থতার সব গল্প
তবুও কিছুতেই শান্ত হয় না মন
ঢেকে থাকে কুয়াশার চাদরে।