কেউ আমার মনের ভাষা বোঝেনা!
আমার মুখের কথাতেও রয়েছে জড়তা।
আমি নাকি অস্পষ্ট ভাষায় কথা বলি!
মিশতে পারিনা জনারণ্যে জানি না শ্রুতিমধুর শব্দ।
আমার হাসিতে নেই ছন্দ চলনেও বাঁকা।
আমার গায়ে দুর্গন্ধ, পোষাকে অপরিচ্ছন্ন আর চুলেও রুক্ষতা।
চেহারাটা মলিন, গড়নেও ভাল না।
সভ্য জগতের মাঝে আমি বেমানান
আমি ব্যাকডেটেড আধুনিকতায় মানায় না।
আমি খাবার খাই ছড়িয়ে পানি পানেও ঢক ঢক!
সুযোগের আশায় বিত্তবানদের সাথে করি অযথাই বকবক।
দু:খ নেই, তোমরা যে যাই ভাবো আমায়!
গরীব আমি তাতে কি? কি বা আসে যায়?
দিনটা না হয় কাটে আমার দু'মুঠো খাবারের আশায়।
চিন্তা করি না এর বেশি ভাবনা তোমাদের মতো
চিত্তে যদি সুখ পাই, কি প্রয়োজন অতো?
কি হবে আর মানুষ হয়ে? আধুনিকতা দিয়ে!
অক্ষিবিভ্রম হয়ে তোমরা খেলছো জীবন নিয়ে।
থাকলাম না হয় আড়ালে আমি, বুঝলো না আমায় কেহ।
ক'দিন পরেই জানি আমার মাটি খাবে দেহ।
যশ-খ্যাতি আর মিথ্যে প্রাচীর আমার জন্য নয়
অন্ধকার ঐ ঘরটার জন্য বড্ড ভয় হয়।
দিনশেষে তাই অতি সাধারণ আমি, থাকি জড়োসরো
হোক না দিন রঙিন তোমাদের কাটুক ভাল আরো।।