জাগতিক নিয়মে ছুটে চলে আবহমান জীবন চক্র
প্রতিদিন উঠে নতুন সূর্য, অস্ত যায়, নেমে আসে আঁধার
বাস্তবতার দায়ভার কাঁধে নিয়ে কেটে যায় অন্তহীন নাগরিক জীবন
অনুভূতিতে চির অম্লান হয়ে থাকে অমসৃণ পথের ধুলোমাখা কিছু স্মৃতি
যা কখনো মুছে ফেলা সম্ভব নয়
সম্ভব নয় ফিরে পাওয়া সে সময়
যা শুধু স্মৃতিতেই অবিচল, থাকে কেবল দীর্ঘশ্বাস
আবেগ সেখানে নিথর পরে রয় একাকী
সময়ের সাতকাহনে অগোচরেই ঝড়ে যায় কত শত ইচ্ছের কলি
পায়না পূর্ণতা, অধরাই থেকে যায় কিছু চাওয়া-পাওয়ার কল্পকথা
নিজেকে আড়াল করে হতে হয় নির্ভীক
হতে হয় কিছু মানুষের স্বপ্নপূরণের অগ্রপথিক
দিনশেষে ঘামে ভেজা শরীর আর ক্লান্তি ঠেলে মন খুঁজে ফেরে প্রশান্তি
সমস্ত অবসাদ ভুলে ইচ্ছায়-অনিচ্ছায় হারিয়ে যেতে হয় প্রিয়জনদের মাঝে
স্বীকৃত সত্যের কাছে নত হতে হয় সমগ্র মনুষ্য জাতিকে
সময়ের নিষ্ঠুরতায় কোণঠাসা হয়ে থাকে মনের যত অনুরাগ
রূদ্ধশ্বাসে কাটে যান্ত্রিক জীবনের অন্তিম মুহুর্তগুলো
জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব চুকিয়ে গুমরে গুমরে কাঁদে বেঈমান অন্তর চক্ষু
সমস্ত আনন্দ-বেদনা ছাপিয়ে প্রতিনিয়ত পুড়ে পুড়ে ছাই হয় স্মৃতির দহনে
অযাচিত ও অজানা ভুলের কারণে আত্মচিৎকারে ফেটে পরে মানুষের ভেতর-বাহির
ভঙ্গুর হৃদয় তখন কেবলি কামনারত থাকে কোন এক মহাপ্রলয়ের
তছনছ করে দিতে ইচ্ছে করে জীবনের সব অতীত
ভুলের অধ্যায় ঝেড়ে ফেলে দিয়ে পুনরায় সুসজ্জিত করতে চায় জীবনের প্রতিটি পাতা
ফিরে যেতে চায় নিজের শৈশবে
আবার হাঁটতে চায় বাবার হাতটা ধরে
অনুভূতির আড়ালে খেলা করে কৈশোরের উদ্দীপনা
অপরাধী মন বার বার লুকাতে চায় মায়ের আঁচলে
মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত মানুষ ভুলতে পারে না বাবা-মায়ের সেই কোমল স্পর্শানুভূতি
বিধাতার নিয়মে যুগে যুগে এভাবেই আবর্তিত হয় আমাদের মানবজীবন
সময়ের সাতকাহনে শুধু হারিয়ে যাই তুমি-আমি
অব্যক্ত থেকে যায় মানুষের কিছু আবেগ, কিছু অনুভূতি।