সঙ সেজেছে মানুষ আজ চক্ষু রঙ্গিন কাচে
কারণ নেই অকারণ নেই কথায় কথায় নাচে।
সবাই সবার পেছনেতে হাতে নিয়ে লাঠি
বোঝেনা না কেউ নাড়ছে কে কার থলেতে কাঠি।
বুদ্ধির খেলায় ওস্তাদ যারা তারাই শ্রেষ্ঠ জাতি
আম জনতা হুদাই কেবল ঘামছে দিবা রাতি।
যখন যেথায় হুজুগ ওঠে বাড়ায় সবার শুড়
পায় না প্রকাশ মুখ্যে কে তার রয়ে যায় দূর।
ধর্ম আর দেশটা নিয়ে বাড়ছে সদা অসংগতি
বিবেকটাকে শিকেয় তুলে টানছে নীতির ইতি।
ঘটনা সব পরছে চাপা নিত্য খেলার ছলে
গুম হচ্ছে আদর্শবান একটু সজাগ হলে।
জীবন্ত লাশ ঘুরছে কতো বিচার পাবার তরে
মরতে চায় তারা এখন ৫০ বছর পরে।
নাট্যমঞ্চে ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে সদায়
ঠাকুর মশাই যজ্ঞে বসে ভিন্ন বাঁশি বাজায়।
শাঁক দিয়ে মাছ ঢাকছে কানাই বিচার বিভাগ কাদায়
স্বাধীন দেশের এহেন কান্ড এখন শুধু হাসায়।