এক চিলতে আকাশ আমার
ছিল এক মুঠো রোদ সংগী
সোনাঝড়া দিন আর স্বপ্ন রাশি রাশি
রংধনু দেখা দিক আর না দিক
জীবনটা ছিল রঙিন।
কিন্তু মাত্র ক'দিনেই জীবনটা ফ্যাকাসে হয়ে গেল!
স্বপ্নেরা হলো ধূসর মরুভূমি।
ভালো লাগে না আর জনারণ্য
অনুভূতিরা আজ হয়েছে প্রাণহীন।
হঠাৎ থেমে গিয়েছে আমার পৃথিবীর কোলাহল
প্রকৃতির হাওয়াও যেন আজ প্রায় নিস্তব্ধ!
পাখিরাও ভুলে গিয়েছে গান শোনানো।
ক্ষণে ক্ষণে মনে হয়
সমস্ত পৃথিবী প্রায় বোবা পাথর!
ভাড়ি পরে থাকে নিথর চোখ।
প্রিয় ল্যাপটপ এবং মোবাইলটাও ধরতে ভালো লাগে না এখন।
টিভিতেও নেই নতুনত্ব!
খবরের কাগজটা বিষের মত লাগে!
ক'দিন আগেও যে ঘুম ছিল অনেক আরামের
আজ! বিছানায় যেতেই পিঠ টন টন করে ওঠে।
প্রিয় মানুষেরাও নেই কাছে!
প্রতিনিয়ত পুরছি অসহায়ত্বের দাবানলে।
মাঝে মাঝেই মনে হয় লোকালয় ছেড়ে হারিয়ে যাই অজানা কোথাও
তব যদি মেলে প্রশান্তি।
স্বপ্নেরা খুঁজে পায় আপন ঠিকানা
মেলে বন্দিদশা থেকে মুক্তি।