আজ আমি তোমার খুব কাছেই আছি
তাই অনুভব করো না আমার শূণ্যতা।
হাত বাড়ালেই ছুঁতে পার আমাকে
তাই দেখনা আমার ছায়া।
দু'কদম চলতেই পাশে পাও আমাকে
তাই খুঁজতে হয় না আমার পদচিহ্ন।
দিনশেষে ফিরে আসি আপন নীড়ে
তাই ঘিরে থাকে না হতাশা।
রাত হলেই আমার বুকে মাথা রেখে দিব্বি ঘুমিয়ে পরো
তাই জানো না অনিশ্চিত যাত্রা।
ঘুম ভাঙলেই দেখতে পাও আমার মুখ
তাই বোঝনা স্বপ্ন ভাঙার যন্ত্রণা।
কিছু চাইবার আগেই বুঝি তোমার নীরাবতা
তাই জানো না কি তোমার আকাঙ্ক্ষা?
অভিমান করলেই মাথায় হাত বুলিয়ে ভুলিয়ে দেই সবকিছু
তাই চোখে থাকে না সিক্ততা।
কিন্তু যখন আমি থাকবো না!
বেদনা ঝড়বে কি তোমার মনে?
খুঁজবে কি আমায় স্মৃতির পাতায়?
পাব কি ঠাঁই তোমার মনের মণিকোঠায়?
হারিয়ে যাব না তো সময়ের স্রোতধারায়?