ছিল মেঘমুক্ত আকাশ
চাঁদের আলোর শুভ্রতায় ভরে ছিল পৃথিবীর চারপাশ
বিস্তীর্ণ জলরাশীর মাঝে ভেসে চলেছি তুমি-আমি
পরনে তোমার হালকা রঙের নীল শাড়ী
মনে হচ্ছিলো স্বচ্ছ পানির উপরে ভেসে বেড়াচ্ছে পূর্ণিমার চাঁদ
ঝিরিঝিরি হাওয়ায় উড়ছে তোমার ঘনকালো চুল, উড়ছে শাড়ীর আঁচল
তুমি যেন রূপকথার ডানা মেলা পরী
ঢেউয়ে ঢেউয়ে খেলা করছে তোমার প্রতিবিম্ব
অবোধ বালকের ন্যায় আমি ছিলাম সে খেলায় প্রমত্ত
তোমার হাসিতে যেন ঝড়ে পরছে জ্যোৎস্নার ফুল
ভেতরে ভেতরে খুন হয়ে যাচ্ছি আমি
কখনো কখনো ইলশেগুঁড়ি বৃষ্টিতে আঁচল দিয়ে মুখ ঢাকছো তুমি
তোমার রূপের স্নিগ্ধতা বেড়িয়ে আসছে সে আঁচল ফুড়ে
তোমার মাঝে আনন্দ-হাসির লুকোচুরি খেলা চলছে অবিরত
ক্রমে ক্রমে তোমার মাঝে হারিয়ে যাচ্ছি আমি
হারিয়ে যাচ্ছে আমার নিয়ন্ত্রণ
ডুবে যাচ্ছি কাশবনের নিবিড় ছায়ায়
লাটাই বাঁধা ছোট কাগজের মতো উড়ছে স্বপ্নঘুড়ি
অবশেষে তোমাতেই ভাসালাম মন পবনের নাও
পরম আবেশে তুমিও পরিপূর্ণতা দিলে আমায়
ভালবেসে মনটা আজও বেঁধে রেখেছো হেথায়
দেখেছিলাম যেথায় তোমাকে শরতের শুভ্রতায়।