আহা ছেলেবেলা!
আমার ছেলেবেলা!
ধুলোমাখা দিন
প্রখর রৌদ্রে ছুটোছুটি
হঠাৎ মৃদু শব্দে ঘন্টার আওয়াজ
নারিকেলের আইসক্রিম!


আহা ছেলেবেলা!
আমার ছেলেবেলা!
দুরন্তপনার দিন
দল বেধে ঘুড়ি উড়াই
হঠাৎ মৃদু শব্দে ঘন্টার আওয়াজ
ছোন-পাপড়ি আর হাওয়াই মিঠাই!


আহা ছেলেবেলা!
আমার ছেলেবেলা!
বৃষ্টি ভেজা দিন
কাদায় মাখামাখি আর ফুটবলে মাতা
হঠাৎ বজ্রাহুংকার কর্কশ আওয়াজ
লাঠি হাতে মা দাঁড়িয়ে নিয়ে ছাতা!


আহা ছেলেবেলা!
আমার ছেলেবেলা!
হারিয়ে যাওয়া দিন
দাড়িয়াবান্ধা, সুপারি গাছের পাতা, মার্বেল, ডাংগুলি আর লাটিম
হঠাৎ মৃদু শব্দ আর বাজেনা কোথাও
শুধু স্মৃতিতেই অমলিন!