যখন আমি থাকব না
কেমন রবে তুমি?
ফেলবে কি চোখের জল
দূরে তখন আমি।


খোকা যখন বলবে তোমায়
কাঁদছ কেন মা?
বলবে কি মিথ্যে তুমি
না তো বাবা, না!


কাঁদবে যখন মুখ লুকিয়ে
সবার অগচরে,
দূর থেকে দেখব আমি
বলো কেমন করে?


প্রকৃতি তোমায় শিক্ষা দেবে
হবে বাস্তবাদি,
সময়ের স্রোতে ভেসে শুধু
দূরে থাকব আমি।


হাজার কষ্ট আঁচল দিয়ে
রাখবে ঢেকে তুমি,
ভেব তখন একা নও
পাশেই আছি আমি।


হাসি-খুশি থাকবে তুমি
জানবে সবাই সুখি,
আমি ছাড়া বুঝবে না কেউ
তোমার ছল চাতুরি।