সময় বয়ে যায় সময়ের গতিতে
মানুষ হারিয়ে যায় চেনা-অচেনা মানুষের ভীরে
জীবনের তাগিদে
ব্যস্ততার বেড়াজালে হারিয়ে যায় কিছু প্রিয়মুখ
কিছু আপনজন
কিছু স্মৃতি
পূর্ণতা না পাওয়া কিছু গল্প
কিছু রূপকথা
কিছু মানুষের নিবিড় অনুভূতি
এই ছোট্ট পৃথিবীর গোলকধাঁধায়
যদিও বা মাঝে মাঝে ফিরে আসে কিছু বিশেষ মুহূর্ত
ফিরে আসে কিছু প্রিয় মানুষ
মনে নতুন করে উঁকি দিতে চায় ভেঙ্গে যাওয়া কিছু স্বপ্ন
মুখোমুখি হতে হয় কিছু অপ্রস্তুত সিদ্ধান্তের
যা কেবলি যন্ত্রণাময়
সামাজিকতার শৃঙ্খল যে বড়ই কঠোর
ব্যাকুল হৃদয়ের আকুতিকে প্রশ্রয় দেওয়ার অবশিষ্ট থাকে না কিছুই
নীরবে রোমন্থন করতে হয় সব যাতনা
মেলে না জীবনের আদ্যন্ত
মুহুর্তের জন্য লন্ড-ভন্ড করে ফেলতে ইচ্ছে করে সব অতীত
অনর্থক কিছু শব্দের অর্থ খুঁজে মন
কিন্তু তাতেও মেলে না কিছুই
না মেলে জীবনের গল্প
না হয় কবিতা
না থাকে ছন্দ
রয়ে যায় শুধুই দীর্ঘশ্বাস
একরাশ বেদনা
নীরব যাতনা
হঠাৎ এলোমেলো বইতে থাকে জীবনের বাতাস
অতপর বাস্তবতার ঢেউয়ে মোহ কাটে একসময়
ঘোর ভেঙে নিজেকে আবিষ্কার করতে হয় চিরচেনা নীড়েই
পেরোনো আর হয় না নিয়মের দেয়াল
আবার থিত হতে হয় আপন জগতে
খুব চেনা মানুষের মাঝে।