বিশ্বজাতি আজ মহামারিতে আক্রান্ত
দাম্ভিকতা কোথাও পায়নি ঠাই।
পর হচ্ছে সব আপন মানুষ
সত্যকে আঁকড়ে ধরেছে জীবন বাঁচাতে তায়।
দুর্ভিক্ষ দ্বারে কড়া নারে আজ
বিশ্ব উঠিছে কাঁপি।
আকাশে-বাতাসে রণিতেছে হাহাকার
বন্দী জীবন যাপি।
ফিরিছে সবে আপনারে লয়ে
আপন মাতৃগৃহে।
বুকে নেই তব বল।
রণ সংগীত আজ বাজেনা কোথাও
চল রে, চল রে, চল।
মহাপ্রলয়ের হুংকার শুনি ঐ
বিশ্বব্রহ্মান্ডে আজ নামিছে আঁধার।
কে আনিবে লয়ে মুক্তিপণ কবে?
পাবে নিষ্কৃতি সত্তা সবার।
অনেক হয়েছে বিধাতা তোমার
শখের লীলাখেলা!
সাঙ্গ কর সব খেয়ালীপণা আবার ভাসুক প্রাণের ভ্যালা।