এ দায়ভার কার?
সমস্ত ঘটনা ও দূর্ঘটনার পেছনে কেন্দ্রীয় প্রশ্ন
বলা যায় জাতীয় প্রশ্ন।
তাই প্রশ্নটি আজ করছি জাতীয়ভাবেই!
তবে শুধু জেনে রেখো বাংগালী
তোমাদের প্রত্যেকেরই কিছু করার আছে।
আছে স্ব স্ব দায়িত্ব, আছে বিবেকের অস্ত্র।
কিন্তু তোমার সেই অস্ত্রখানা ব্যবহার করো ক'জনা?
সচেতন থাকো নিজের দায়িত্ব পালনে?
বিপদ হলেই এ দায়ভার কেবলি সরকারের!
এ কথার কি মানে?
শাঁক দিয়ে মাছ ঢাকছে তারা হচ্ছে না প্রতিকার!
মদদ দিচ্ছে দূর্নিতীবাজদের দেশটা মন্ত্রিসভার।
আমরা অচল, আমরা বিকল, বেঁচে আছি বেকার!
যদি বলো তাই তবে তোমাকে শুধাই
আপন ঘরের নিরাপত্তা দেখার নয় কি তোমার অধিকার?
তুমি কি মানুষ নও?
নেই কি চোখ-কান?
বিবেকের ব্যবহার হওয়া উচিৎ নয় কি
সকলেরই সমানে সমান?