দেশজুড়ে আন্দোলন, স্লোগানে মুখরিত
কোটা সংস্কার চাই,
ছাত্র জনতা, বঞ্চিত মেধাবীরা
একত্রে রাজপথে সবাই।


৪৪ ভাগ কোটায় বন্ধী
সরকারি চাকরির জন্য,
কোটার জোড়ে চাকরি পেয়ে
মেধাহীনরা আজ ধন্য!


গরীব মেধাবীরা পায়না চাকরি
কোটার চাপায় পরে!
দাবী আদায়ে রাজপথে এসেও
নির্যাতনে কেউ মরে।


নুরু'রা যেন দেশের প্রতীক
পিষ্ট পায়ের তলে,
হায়েনার আঘাতে দেশ ক্ষতবিক্ষত
উচিৎ কথা বলে!


স্বাধীন দেশে সম অধিকার
চাইযে সবার তরে,
কোটা সংস্কারে চাকরি মিলুক
প্রতিটি ঘরে ঘরে।


(সৌদিআরব)
রচনাকালঃ ০৩/০৭/২০১৮