এইখানেই তো জন্ম আমার
এইখানেতে ঘর,
পদ্মা নদী সবকিছু আজ
দিচ্ছে করে পর।


চৌদ্দ পুরুষ পূর্বে যেথায়
বাপ দাদাদের বাড়ী
মাতৃভূমি বল, তোমায়
কেমনে যাবো ছাড়ি?


কর্তা, নেতা সবার শুধু
আশ্বাসেরই বুলি
বিপদ দেখে সবাই মোদের
ছেড়ে গেছে চলি!


তাই বলে কি আমরা সবাই
থাকবো গুমিয়ে?
আমরা তরুণ সবাইকে
তাই রাখবো জাগিয়ে।


ইতিহাসের সফল সবই
তরুণদেরই কাজ,
দহার-নবাবগঞ্জ বাঁচাতে
আমরা সাজবো রণ সাঁজ।


ত্রাণ, খয়রাত চাই না আমরা
চাই যে স্থায়ী বাঁধ,
মোদের দাবী করবো আদায়
কাঁধে মিলিয়ে কাঁধ ।