পদ্মা নদীর উত্তাল ঢেউ
ভাঙ্গছে কত বাড়ী,
বাড়ী হারা মানুষগুলো
করছে আহাজারি।


সরকার আর নেতারা
সব দেখছে ঘুরে ঘুরে,
প্রতিশ্রুতির বুলি ঝেড়ে
যাচ্ছে চলে দূরে!


এটা করবো ওটা করবো
প্রতিশ্রুতি যতো,
বাস্তবায়ন হয়নি কিছুই
বছর গেলো কতো।


গাঁয়ের ছেলে মন্ত্রী তিনি
ত্রাণ দিল হায়
চিরা, চিনি!


"ত্রাণ চাই না
বাঁধ চাই
দোহার রক্ষা করবো ভাই।"


"দোহার আছে বলেই আজ
আমরা দোহার বাসী,
ভাঙ্গলে দোহার তখন
আমার পরিচয় হবে কি?"


"save the dohar"
"বাঁচাও দোহার"


এমনি আরও স্লোগান কত
লক্ষ তরুণ একীভূত।


জেগেছে তরুণ, জাগবে সবাই
রুখবো ভাঙ্গন, বাঁধ দিয়ে ভাই।
নেতা, কর্তা, সরকারকে
করছি অনুরোধ,


পদ্মার গ্রাসে সব হারিয়ে
আজকে যারা নিঃস্ব,
তাদের চোখে চেয়ে দেখুন
কেমন দেখায় বিশ্ব?