বড় হুজুর বলতো সদা
ছন্দ তালে কথা,
ছন্দ কথা শুনলে সবার
ঘুচত সকল ব্যথা।


ফজলু স্যারের সিনা উঁচু
কণ্ঠ ছিল ভারী,
নিয়মের ব্যত্যয় ঘটলে তিনি
ঝাড়তেন শুধু ঝারি!


ওহাব স্যারের কান মলা
জতিন স্যারের ধমক,
জিয়া স্যারের সাঁজা সেতো
নিত্য নতুন চমক।


জালাল স্যারের সাঁজার কথা
আমার মনে নাই,
হারুন স্যারের ডাস্টারের মার
আজও ভুলি নাই!


নিপিন স্যারে দু'হাত জুড়ে
কষত বেতের বাড়ি,
মিজান স্যারের ধমক সেতো
সবার সাথে আড়ি!


লুৎফর স্যারের হাসি মুখ
ছোট হুজুরও তাই,
আদর মাখা মিষ্টি শাসন
কেমনে ভুলে যাই।