আমাদের জরাজীর্ণ শ্যাওলা মাখা একটা বাড়ি ।
সেই যে বাবা একবার রং করিয়েছিল,
তার পর তো আর ..


অভাবের সংসারে তোমার আমার
অঘোষিত বিদ্রোহ
আসবো না, বলেও মধ্য রাতে বাসায় আসা,
বিবর্ন প্লেটে শুকনো গোলাপের আতিথেয়তা।


পুরাতন এলসিডি টিবি তাও আবার নষ্ট পরে আছে,
পোকায় খাওয়া একটা ইজিচেয়ার , আর শতাব্দী পুরোনো একটা আলমারি, আর অতিকায় সাধারণ একটা খাট ।


বিশেষ বলতে আমার কাছে তুমি ই আছো, আর ঐযে
কোনায় পরে থাকা বুকসেলফটা যেখানে পরে আছে হাজারো ..
ব্যর্থ প্রেমের গল্প, প্রেমিকের সুইসাইড নোট, আছে প্রেমিকার
লিখে যাওয়া শেষ চিরকুট সাথে অজস্র দুঃখ আর রবীন্দ্রনাথের অজস্র পূর্নতা না পাওয়া প্রেমকাহিনী।


( প্রিয় মানুষটিকে আগেই‌ জানিয়ে রাখলাম, হয়তো এমনটা জরাজীর্ণ জীবন হতে পারে আমাদের, যদি চাও দুঃখ গুলোকে ভাগাভাগি করে নিতে তাহলে.....🖤)