প্রোফাইলের আমিটা কে,
মাঝে মাঝে আমি নিজেই চিনতে পারি না।
এই আমিটায় নেই কোন ভণিতা।
....নেই কোন দুঃখ,বেদনা আর না পাওয়ার কোন


আক্ষেপ।


মুখে থাকা অজস্র ব্রনের দাগ, চোখের নিচে কালচে আভা,
আর এলোমেলো চুল,
কোনটাই যেন নেই এই প্রোফাইল এর আমিটায়।


নিজের সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা গুলোকে পদতলে পিষ্ট
করে এই আমিটা আমি হয়েছি।


অজস্র মিথ্যে তে ভরা নিজের এই সুখী রূপটাই হলো,
প্রোফাইল এর এই আমিটা।


ইসসস...
যদি একটি বার আমায় দেখতে
তাহলে হয়তো নির্দ্বিধায় বলে ফেলতে প্রোফাইল এর আমিটা আর এই আমিটা দুটো ভিন্ন গ্রহের দুজন বাসিন্দা।


ইসস ..


যদী একটি বার দেখতে তাহলে হয়তো তুমি বলতে
" ধ্বংস প্রাপ্ত কোন এক নগরীর ভাগ্য ক্রমে বেঁচে ফেরা এক কিশোর আমি।"


তুমি হয়তো আমার এই জীর্ণ শীর্ণ চেহারা দেখে মারাত্মক ভয়  ও পেয়ে যেতে।
যদি ও তাতে খুব একটা অবাক বা মনঃকষ্ট আমি পেতাম না।
কারণ আমি জানি,
তুমি প্রোফাইল এর আমিটাকে চেনো,
কিন্তু এই বাস্তব জীবনের আমিটাকে চেনো না।