সুভাসিনী
মনিরুজ্জামান মুন্না


ধরো
এমনি কোন এক দিনেই
হঠাৎ তুমি আমায় দেখলে,
পূর্বের বিস্তর ঝগড়া গুলো উপেক্ষা করে তখন নাহয় একটিবার
ঢাক দিও,
প্রয়োজনে উম্মাদের মতো চিৎকার করে চারদিকের
কোলাহলকে প্রকান্ড নিস্তব্ধ মূর্তি বানিয়ে দিও।


আর যদি তাতেও তোমার
সংকোচ থাকে তো বড় বড় পা ফেলে আমার সামনে এসে
নিজেই নিস্তব্ধ হয়ে যেও।
আমিই নাহয় তোমার সেই নিস্তব্ধতা ভেঙে,
সুভাসিনী বলে ডাকবো।


উৎসর্গ: প্রিয় মানুষটির জন্য