মুঠো ফোন হতে
রাত ১২ টাতে
গগন বিদারি আওয়াজ,
শুনেছ কি ভাই
ফুপি আর নাই
সাদা কাপড়ের সাজ।


দ্রুত লয়ে ছুটি
লাশ গাড়ি দুটি
ছুটেছে লাগামহীন,
রাত বাড়ে যত
ভয় বাড়ে তত
তবে কি ফুরায়ে এসেছে দিন


রাত ৩ টায়
মনে পরে যায়
শৈশব স্মৃতি কথা,
গেছি কতবার
সাথে ফুপিমার
দেখিতে নদীর বিশালতা।


আঁখিজল ফেলে
ডাকে ছোট ছেলে
নীরব কেনরে মা,
এই দেখ আমি
রেখে পাগলামি
জড়িয়ে ধরেছি গা।


রাত নির্জন
ফাঁকা দেহ মন
বক্ষে ধরিয়া নাড়ি,
রাত মাঝখানে
প্রভাতের টানে
চলেছে লাশের গাড়ি।