মোর এ ভাবনা বলে
কিছু আছে তোর চুলে,
যা টেনে নিয়ে মোরে
যায় বহু দূরে ।


হে চুলের দেবী
মোরে করেছিস কবি,
আয় উড়ে চলে
এ খোলা চুলে ।


ছাড়িলাম আজ সব অনুর দাবি
অনু থেকে আজ তুই চুলের দেবী,
তাই কবির বনলতা হয় ছাই
যখন হারানো হেলেন খুঁজে পাই ।


সব কিছু রেখে
চল যাই চোখে
হে দেবী অনন্যা,
ভুলে সব ছল
আজ কিছু বল
মোর হীরা চুনি পান্না ।


আজ তোরে পেলে
সব কিছু ভুলে
মহাকাব্য লিখিব বেনু,
সব কিছু পিষে
আমার সাথে মিশে
আসিবি কি অনু ?


হে দেবী...
মোরে দিস না অভিশাপ
তোরে ভুলা বড় পাপ ।


যবে চলি চির চেনা এই পথটি ধরে
হারানো স্পর্শ খুঁজে এ সত্তা শত যুগলের ভিড়ে।


গড়িব মহল আজ,হোক না শুকনো বালুর তীর
যদি তুই থাকিস পাশে আমার বেনজির ।