এই গিয়েছে ঐ গিয়েছে
সব গিয়েছে আজি ,
কুলিন কুলে থাকতে গিয়ে
জাত রেখেছি বাজি ।


যা-ই দেখি তা-ই শিখি
নেই কিছুতে বারণ,
আমার ভাবার সময় কোথায়
হল কি মান হরণ ।


সাদা কালো ছবি আমার
প্রিজমার এই যুগে,
দে না ভাই এপ টা আমায়
আমি বাঙালি হুজুগে।


প্রিজমার এই রঙ্গে আমি
জাতে উঠবার চাই,
জাতের দাবি বড় দাবি
জাত গেলে সব নাই ।


জাত গেলে এই জগতে
কি থাকে আর বলেন,
জাতের মান রক্ষা করি
প্রিজমা দেই চলেন ।


এই আমার আরাধনা আমার সব নিয়া নে,
সব কিছুর বিনিময়ে একটা প্রিজমা দিয়া দে ।
জাতের খেলা বড় খেলা বুঝি আর না বুঝি ,
প্রিজমার রঙে রাঙিয়ে আমায় জাতে ওঠাও মাঝি ।


( এটি আমার "গড্ডলিকা প্রবাহ" কাব্যগ্রন্থের একটি কবিতা । বন্ধু Russell Habib Safil Shikdar এর অনুরুধে রাস্থায় দাঁড়িয়ে লিখলাম। কাউকে ছোট করার জন্য নয় )