কে ছুটেছে দুর্গম পথে
অমানিশার বাঁধ ঠেলি,
লুকিয়েছে সেই কবে অবনী
কাউকে যায়নি বলি ।


রাতের ভয় আর ধূসর মরু
চুপি চুপি বলে,
কেন এসেছিস এ দুর্গম পথে
এসেছিস কার ছলে !


অন্ধকার কয় অচেনা পথিক
এই মরুবুকে বসি,
খোঁজেছিল তোর অবনী
সাহারার বুকে শশী ।


বিশাল মরু ক্লান্ত পথিক
অমানিশার ভেলায়,
স্বপ্ন আজি নিজে মেতেছে
স্বপ্ন ভাঙ্গার খেলায় ।


দেয়া না দেয়ার খেলায় মেতেছে
আজ অন্তর্যামী,
পাওয়ার নেশায় হাঁটছি দুজন
ঘোর অমানিশা আর আমি ।