যে শহরের অলিতে গলিতে
নগ্ন শিশুর চিৎকার,
পিতাহারা শিশুর ভারী নিঃশ্বাসে
স্বর্গ মর্ত্য একাকার ।


যে শহরের রন্ধ্রে রন্ধ্রে
শ্রেণি বিভাজন ,
আপন স্বার্থে কালো চশমায়
অন্ধ গুণীজন ।


যে শহরে দানবীর ছুটে
আপন চক্ষু ঢাকিয়া ,
বস্তির ছেলে অবিরাম ছুটে
লাল শার্ট খুঁজিয়া ।


যে শহরে মাতৃহীন শিশু
খুঁজে ফেরে তার মাকে ,
যে শহরে পিতৃহীন শিশুর
ঘুম ভাঙ্গেনি "বাবা" ডাকে ।


যে শহর কাঁপে অসহায় মায়ের
বোবা চিৎকারে ,
যে শহরে গুণীজন নাচে
রাতের জলসাঘরে ।


যে শহরে জন্মেনি যারা
সমাজ স্বীকৃত পিতায় ,
যে শহরে কষ্ট তাদের
স্থান পায়নি কবির পাতায় ।