চৈত্রের হাওয়ায় পাতা কাঁপে,
মাটির গন্ধে মন ভরে যায়—
পুরুলিয়ার পথ ধরে একা,
নিভৃতে কোথাও হৃদয় চায়।

জানালার ধারে বসে আমি,
চোখে শালবনের সবুজ রেখা—
হঠাৎ গাড়ি থামে গাঁয়ের পাশে,
হৃদয়ে বাজে অচেনা দেখা।

সাদা-নীলে সে মেয়েটি আসে,
হেসে ঝলকে পড়ে চোখের জল,
চুলে খেলে রোদ, মনে বাঁশি,
যেন কোনো গোপন অনুরাগদল।

সে বসে দূরে, বলে আর হাসে,
আমি চুপচাপ, মুখে না কই,
চোখে চোখ রাখি—বার দুই,
তৃতীয়বারে নিজেকে লুকাই।

তীর্থের মতো নামল সে চুপে,
পথ ভাঙল, চলল দু'দিকে—
তবু মনে রয়ে গেল সে,
এক ঝলকের ভালোবাসা-রেখে।