নূপুর
তোমাকেই শুধু ভাবি
দিবা-রাত্রি সকাল-দুপুর


নূপুর
তোমায় ভাবতে ভাবতে হারিয়ে যাই
শেষ বিকেলের সূর্যাস্তে
হারিয়ে যাই তোমায় ভেবে
নিশীথ কালো আধার রাতে


নূপুর
তোমায় ভেবে আমার
ভোরের সূর্য ওঠে
হৃদয়ের গুলবাগে
নূপুরের ফুল ফোটে


নূপুর
আমি তোমায় ভাবি
মধ্যাহ্নের অতিষ্ঠ রোদে
শুধু তোমায় ভাবি
মিষ্টি ঝগড়ার কোমল স্বাদে


নূপুর
কেবল তোমায় ভাবি
দিনের শেষে ক্লান্ত বেশে
পথহারা পথিকের সাথে
অজানা দেশে


নূপুর
তুমিও কি ভাব আমায়
আমার মতন করে
আমি যেমন তোমায় ভাবি
তোমার অগোচরে