ইট-পাথরের শহর-নগর
যন্ত্রদানব গাড়ি,
রঙ বেরঙের খাঁচার মত
আকাশ ছোঁয়া বাড়ি!


চার দেয়ালে বন্দি থাকা
কেউ কি ভালোবাসে?
হৃদয় পটে সবুজ গাঁয়ের
দৃশ্য শুধুই ভাসে!


ডাকছে যেন গুল্ম-লতা
সবুজ বাহু নেড়ে,
আয়রে ছুটে সবুজ বনে
বদ্ধ খাঁচা ছেড়ে!


ডাক দিয়ে যায় হলদে-সাদা প্রজাপতির ডানা,
ফুল-পাখিরা ডাকছে হেসে
ডাকছে ডাহুক ছানা!


ডাকছে সবাই মায়ের সবুজ-
আয় না কোলে ফিরে,
যান্ত্রিকতার নরক-জীবন
সব কিছুকে ছিঁড়ে!