প্রিয়তমা, জীবনে আলোর মূল্য বুঝ?
সফেদ শূভ্র আলো,
শুক্লা দ্বাদশীর স্নিগ্ধ আলো?
গোধূলির রংধনুর আলো?
আমার জীবনের রাজমহলে
তোমার অনুপ্রবেশ কেমন যেন-
একটা শূভ্র আলোকরশ্মির মতো,
নিস্তব্ধ শর্বরীর জোছনার মতো।
নরম বাতাস বহাইত হৃদয়ে,
কলিজা শীতল হতো যেন স্বরগের সুষমায়।
রুধিরে মধুর ছন্দ লহরী খেলত;
আর আমি তোমার মনের সিংহাসনে ছিলাম
রাজাধিরাজ।
আমার রাজমুকুটের আলোকচ্ছটায়
নক্ষত্ররাজি লজ্জায় বোবা হয়ে যেত।


অথচ আমার চারপাশ আজ অন্ধকার-
ঘনকালো আধার এখন
আমার জীবনের রঙ।
আধারের সাথে এখন সখ্যতা হয়-
জীবনের দরশন  পাল্টায়-
রক্তের ছন্দ পালটায়;
আধারে সপ্নগুলোও কেন যেন
অকাল মৃত্যুর ঝাঁপিতে হারিয়ে যায় ;
এখন আমার জীবন মানে অন্ধকার-
জীবনের শাশ্বত রূপ।