ইদানীং বেশ নির্ভরশীল হয়ে গেছি
তোমার উপর-
আমার ঘুম,ঘুমভাঙ্গা সকাল
পড়াশোনা, গোসল, খাওয়া -
সব।
এমনকি আমার নিঃশ্বাসের প্রতিটি সুর ,
তোমাকে ছাড়া ছন্দ পায় না।
চারপাশে কেমন শাবদাহের গন্ধ ।
সবকিছু কেমন অন্যরকম মনে হয়!
তোমাকে কাছে পেয়েও বারবার হারানোর ভয়,
আমাকে আষ্টে-পিষ্টে রাখে সবসময়।
চারদিকে সব হায়েনার দল-
অর্থলুলোপ শকুনচক্ষু ভয় হয়।
সময়কে আমি বড্ড বেশি ভয় পাই-
সময়ের স্রোত যদি ভাসিয়ে নেয় সব স্মৃতি ?
সময়কে তুমি চেনো না-
সময় নারীর মতোই ছলনাময়ী ;


ভয় হয় সম্পরকে -
আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব;
যারা সবসময় তোমার সান্নিধ্য পায়।
ভয় পাই তোমার কোমল হৃদয়-
যেখানে অনেক সহানুভূতির ঠাই মেলে-
পাছে আমি যদি ঠকে যাই?
বড্ড স্বার্থপর আমি-
তোমার রাজ্যের সবটা জুড়ে থাকবে আমার রাজত্ব ;
যেখানে আমি হবো স্বেচ্ছাচারী সম্রাট ;
কোন সৈন্যদল , মন্ত্রী-উজির কিচ্ছু থাকবে না ।
আমি হবো তোমার সর্বেসর্বা ।