তোমার চোখে বরফের তালা দিয়ে,
প্রেমের অনলে ঝরছে আমার অশ্রু ।
চারদিকে ঝরছে হিম,
আর আমার চোখে নদী ।
উষ্ণতায় অশ্রুচক্র চলছে আমার পৃথিবীতে -
সাথে কবিতার অংশপাতন ।
এই ঠাণ্ডা কি আমার চোখের উষ্ণতাকে
শীতল করতে পারে না ?


ঠান্ডায় পাথর হতে চাই না;
উষ্ণতায় উদবায়ু হতে চাই না;
একটু ভালোবাসার আশীর্বাদে সিক্ত হতে চাই।