শুধু একজন তিথির অপেক্ষায়-
আমি অপেক্ষা করেছি সহস্র তিথি।


শুধু একজন তিথির অপেক্ষায়-
যার হাসিতে ঝরবে হেমন্তের শিশির,
স্তব্ধ নিশীথে শুভ্রতার লহরে
পৃথিবী মেতে উঠবে মধুর কলরবে।
আর আমি ঘাসফুল হবো,
ওপরের প্রতিধ্বনি হয়ে বারবার ফিরে আসব;
আমি উন্মুক্ত বিহগ হবো,
গোধূলির আবীর হবো,
নতুন ভোরের রংধনু হবো ,
নায়াগ্রার জলপ্রপাত হবো,
আমি ভেসে যাবো সমুদ্রের সফেদ ফেনায় ।


শুধু একজন তিথির অপেক্ষায়-
যার নিমীলিত  চোখের চাহনি -
আমাকে আহত করবে,
হৃদপিণ্ডের অলিন্দে বাজবে ঐকতান ,
থেমে যাবে মহাকাল-
ভেঙ্গে পড়বে আকাশগঙ্গা;
সব নিয়মের হবে ছুটি ।


শুধু একজন একজন তিথির অপেক্ষায়-
যার অবাধ্য চুলের ঘ্রাণে
হরিণীর মতো ছুটবো
অজস্র শীতরাত্রি।
কত কাঞ্চনজঙ্ঘা, হিমাদ্রি পার হবো,
প্রশান্ত, আটলান্টিক মহাসাগর পাড়ি দিবো ।


শুধু একজন তিথির অপেক্ষায়-
আমি অপেক্ষা করেছি সমস্ত কৈশোর, নবাগত যৌবন ।