স্বপ্নেরই খেলাঘর
তুমি ভেঙ্গেচুড়ে এক নিমিষেই
বৈশাখেরই কালো ঝর।
শুধুই দেখি চেয়ে চেয়ে
জীবনমুখী বালুচর,
ভাবল সবাই শুধুই পর।
হৃদয়ের নীলাকাশে মেঘ গুড় গুড় করে,
বহ্নিশিখার দুই চোখেরই
অশ্রু ঝরে অঝরে।
প্রাণ পাখিটা বন্দী খাঁচায়
শুধুই করে ফাঁস,
মুহূর্তেই চলছি ভয়ে
বেঁচে থাকার পরিহাস।
চার দেওয়ালের কার্ণিশ ঘিরে
কত মানুষই আসে
আজও কেউ বুঝলোনাতো
শুধুই করে উপহাস।
স্মৃতির ঝরাপাতার নীলনদে
কষ্টরাই ভাঙ্গে ঢেউ,
ছিল সাথী যন্ত্রণারাই
মরিচিকার গ্রিলে।
জীবন প্রদীপ পদ্মপাতার
নোনাজলেই ভাসবে,
বিধাতার ভাঙ্গা গড়ার এই যে খেলায়
স্বপ্নগুলো নিরুপায়।
ব্যর্থ জীবনের হিসাব কষে
যাবো চলে অজানায়,
ঝরাপাতার স্মৃতির খাতায়
পাবেনাকো আর আমায়।
ঘূর্ণিঝড়ের কালো স্রোতে
যাবো মুছে মোহনায়,
স্বপ্নেরই খেলাঘর ভেঙ্গেচুড়ে
প্রেমদহন চিত্র।