কষ্টার্জিত কষ্টিপাথরের নোনতা জলে
অঝোরে এক নদী,
এই মন হালকা হতো
দেখাতে পারতাম যদি।
এ দেহের চাপাপড়া কষ্টগুলো
কি করে যে মুখ বুজে সই,
ক্ষতবিক্ষত এই হৃদয় হালকা হতো
ভালোবাসতে পারতাম যদি।
নিঃশেষিত অপেক্ষায়
শেষরাতের গভীর বিদায় প্রভাতে
এই মন হালকা হতো,
সি-ড্রাইভের সুরক্ষিত ফোল্ডারে
আঁকতে পারতাম যদি
বিস্মৃতির ধোঁয়াশা।  
তোমার যন্ত্রণার নীলাভ-নীলচে মিশতো
উদাসীনের ধূসরতা
এই মন হালকা হতো,
কাঁদতে পারতাম যদি
এক বুক হাপুস নয়নাভিরাম।
নিস্তব্ধ রাতের আঁধারে স্বপ্নের ঘরে
এই মন হালকা হতো,  
তবে এ চোখ দুটি অশ্রুবিহীন
শত আঘাত প্রাপ্ত পাথরচূড় অনুভূতিহীন।
বুকজ্বলা ফাটে তবু কখনো মুখ ফুটে না
বিরহ বেদনায় রুদ্ধশ্বাসে এ কণ্ঠ
তবুও জল গড়ায় না,
এই মন হালকা হতো
মৌনতায় স্তব্ধ দু’কূল ছাপাতো
পাথরে গড়া হৃদয় নদী।