(আ)
আমি কাব্য লিখবো স্বজন প্রীতি আসরে
কাব্য হবে লিখবো যা সব
হব কাব্য কবি।


(স)
সবি জানে ভাব দেখাবো
কাব্যিক কবি রাজ
খুঁজবো মনে হন্যে হয়ে।


(র)
রঙিন কোডে পিছলা ঘাটে
খাইলে আছাড় রটে যাবে
কাব্যিক কবির পড়ার ছোটে।