প্রেমিক -কেন প্রেমিকাকে চায়,
একে অপরকে ছাড়া চলা ভীষণ দায়,
প্রেমিক ভাবে কি করে যে - প্রেমিকাকে পায়,
ভেবেচিন্তে হয় দু' জন নিরুপায়।
দুইটি মন এক হয়ে ভেবে ভেবে গান গায়,
এ মন বিলাসী দুইটি আত্মা খোঁজে কবিতায়,
দুঃসহ যন্ত্রণার বেদনায়, এ মন হলো মৃতপ্রায়।
কিভাবে পটাবে দুজন দুজনাকে তায়
কার জানা, কি উপায়!
উজানে ভাটিতে যায়, আর অববাহিকায়।
একদিন সন্ধ্যায়, সূর্যটা ডুবে প্রায়,
পাখিগুলো ঘরে যায়,
আর প্রেমিক - প্রেমিকাকে দিলো ‘সায়।’
‘সায়’ নয় যেন ‘রায়’, আসামীর 'ফর'এ যায়, আর তারে কারা পায়।
যতো সুখ এ ধরায়, প্রেমিকের সমুখে গড়ায়।
নীল আকাশের মেঘে মেঘে, সুখের
শীতল হাওয়াই,
প্রজাতাপতির ডানায় ডানায় ,
দিনগুলো তাদের কেটে যায়
অদ্ভুত এক ভালোবাসায়। একদিন এক সন্ধ্যায়,
প্রেমিক ফিরছিল বাসায়, হঠাৎ প্রাণ গেল চমকায়!
একী দেখে সে রিক্সায়, কার হাতে হাত রেখে প্রেমিকা চলে যায়।
প্রেমিক আজ অসহায় , প্রেমিকাটি আর নাই,
মেতেছিল কি নির্মম খেলায় ,
ভালোবাসার ছলনায়।