তরুন প্রজন্ম আমরা ৭১ দেখিনি,
দেখিনি তরুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ,
দেখিনি আত্মচিৎকার পিতা হারানো সন্তানের,
দেখিনি মায়ের সন্তান হারানো আহাজারি,
দেখিনি হারিয়ে যেতাম আমি একাত্তরের যুদ্ধুক্ষেত্রে,
যুদ্ধ শেষে কখনো ফিরে আসতাম,
দেখিনি আমি একাত্তুরের ভয়াল যুদ্ধ সেই,
শুনেছি আমি নব শতাব্দীতে তোমার আর্তনাদ এই।
দেবনা তোমাকে আমি মিছে আশ্বাস;
তুমি হয়তো আমাকে অভিশাপ দেবে,
তার পরেও তোমাকেই বলছি শুন;
মা-গো তোমার অশ্রুস্নাত চোখে লেখা আমার এই কবিতা,
মাটির ওপারে দাফন করেছি আমরা বাংলার গৌরবময় ঘাত,
মাটির এপারে আমরা কাফন বুনেছি; হতে দেবনা ...
আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি।
ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।
দেখিনি আমি বুদ্ধিজীবি হত্যাকান্ড কারা ঘটিয়েছে,
কিন্তু পিলখানা হত্যাকান্ডে আমি রহস্যময় লোকের আনা-গুনা দেখেছি।
হ্যা, দেখিনি আমি যুদ্ধ ।
কিন্তু আমার বাবা করেছিলেন ৭১ এ যুদ্ধ ...
বাবা বলেছিলেন আমার মাথার উপর হাত বুলিয়ে,
যুদ্ধ করে কি দেশ পেলাম বল?
যা দেখছি যা শুনছি যা করছি .......
সবকিছুতে কণ্ঠ যে হয়ে যায় রুদ্ধ ।
যে স্বাধীন দেশের আশা নিয়ে ..
ঝাঁপিয়ে পড়েছিলাম হানাদারদের উপর ...
সেতো আশায় গুঁড়ে বালি হলো .........
নিজের দেশকেই এখন লাগে যে পর ।
দিতে পারিনি তোদেরকে একটা সুন্দর দেশ ..
ধুঁকে ধুঁকে জ্বলি যেন, মনেতে জমা এই গ্যাস ।
দেশ স্বাধীন করেছি, দিতে পারিনি স্বাধীনতা ...
আধুনিকায়ন হয়েছে, কিন্তু পাল্টাতে পারিনি পুরানো প্রথা ।
ক্ষমা করিছ বাবা, তোর বীর মুক্তিযোদ্ধা বাবাকে ..
সঙ্গি করে নিস তোদের নিত্য দিনের লড়ে যাওয়া যুদ্ধকে ।
সত্যিই আমি যুদ্ধ দেখিনি .
দেখেছি ৭১এ লড়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধার করুণ চাহনি.......
আর তার সন্তানদের কাছে নত হওয়া ।