ভালবাসার প্রত্যাশা ঢেলে দিয়েছি অকাতরে
চেয়েছিলাম ফুটাতে ফুল ঐ দেহের পাথরে।
কিছু স্বপ্ন পাওয়ার আশা ছিলো বিনিময়ে
আমি বরং অযথাই আছি শুণ্যতার পানে চেয়ে।
ভালবাসার অথই সাগরে ভাসি শুণ্যতায় একা একা
দিয়ে দিয়েছি ভালবাসা সর্বস্ব, নিজেকে রেখে ফাঁকা।
আছি পড়ে আমি আজ নির্জনে
ভালবাসা পালায় আজ অরণ্যে।
প্রতিক্ষন প্রতিক্ষণে করেছি ভুল প্রত্যাশা করে
এ হৃদয়ে যেনো প্রতি মুহূর্তে ভুলতা ফুটায় হুল।
হারিয়ে আলো আজ ধরেছি ঘরে অন্ধকারের খুঁটি
তিল তিল করে সাজানো স্বপ্নগুলো এক নিমেষেই যাচ্ছে টুটি।
তুমি হাসিমুখে গেলেই চলে ধীরে ধীরে
একবারো তাকাওনি পিছন ফিরে।
দিয়েছি তো দিয়েছি সব আমার, থলে ঝেড়ে
রাখিনি তো কিছুই নিজের তরে।
আজ আমি পৃথিবীতে ভালবাসার অভুক্ত
দিয়েছি আমি হৃদয় নিংড়ে, হয়েছি তাই রিক্ত।
কখনো যে ঠকতেই হয় যদি থাকে পাবার কিছু প্রত্যাশা
তুমি ভালবাসো আমায়, করো না বিনিময়ে ভালবাসা পাওয়ার আশা।