=
অ দিয়ে হয়- অ-প্রকাশিত ৷
অ মানে'ই অ-যোগ্য, অ-গ্রহণীয়, অ-নির্মাণ (কল্পিত) ৷
তবু- অ-প্রকাশিত লেখা চায়, প্রায়- সব সম্পাদক !


প্রকাশ হবার পর যদি- লেখা অ-যোগ্য, অ-গ্রহণীয়, অ-নির্মাণ হতো ?
তবে- রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ-রা নতুন প্রজন্ম-স্বর হতো, কী- করে ?
তাদের এক লেখা- হাজার-লক্ষ-বার প্রকাশ'- এর মুদ্রণ-বিন্যাস পায়, কী- করে ?


মূলতঃ মান-সম্মত এক-টি লেখা- বার বার প্রকাশে'ই লেখক' লেখক হয়ে ওঠে ৷
অথচ- রীত এমন- যেনো প্রকাশ'- এর পরপর'ই লেখা'র যবনিকা-পাত ঘটে ৷
এই বৃত্তি-তে লেখক তার- লেখা'র অন্তর্নিহিত ভাব- পর্যালোচনা করবে, কী- করে ?


ভাগ্যিস এই-কালে ওয়েব'- এর অ-বাধ আগমনে,
লেখক'- এর লেখক-সত্ত্বা মাঠে মারা না গিয়ে- বাঁচে ৷
জাগরণ থাকে, সম্পাদক প্রকাশিত, অ-প্রকাশিত দণ্ডে নয়,
লেখা'র অনুপ দেখে- লেখা ছাপাবে ৷৷
=
ম. প্র. (১৬-০৭-২০২১)
=