=
আকাশে'র সব শরীরে
প্রদীপে'র বিচ্ছুরণ দেখে-
আমরা মানুষে-রা মনে'র আকাশ-টা
আলোয় ভরতে চাই ।


পারি-না,
আমরা পারি-না,
জমিনে'র অন্ধকার তার উপর-
ভারি ঠেকে ।


এই ঠুকাঠুকি-তে আর- যাই হয়- হোক,
আমাদের হৃদয়ে'র উন্নিশা কাটে-না ।
কারণ- ছোঁয়া আর- অনুভবে'র দ্বার উন্মোচন-
পার্থক্যে'র ঘরে- ঘোর-গোলা ।


আমরা প্রদীপে'র যে-টুকু নিজস্ব বন্দনা'র আয়ত্ব করি,
তা- একান্ত নিজস্ব অবদানে ।
আলো গায়ে বা- মনে
মেখে নেয়া'র বৈজ্ঞানিক ধারা-
আমরা আয়ত্ব করতে পারি-নি ।
না, এ-টা কোনো অ-ক্ষমতাও নয়,
কিছু অপারগ-তা'র কুর্নিশও পৃথিবী বিধান ।


আলো'র অস্তিত্বে প্রবেশ-
যেহেতু কোনো-
স্বাধীকার আন্দোলনে'র তারকিফ নয় ।


সেহেতু উপলব্ধি'র চড়ায় যে-
বিকশীত প্রদীপ, তার সাথে-
যার সখ্যতা'র ভীত
সে'ই হয়-তো রচনা করেছে-
জীবনে'র সার্বজনীন-তা'র আকাশ-প্রদীপ ।।
=
ম. প্র. (৩১-১০-২০২১)
=