=
দূর্বিনীত শব্দ-গুলো- নিয়ে,
আমার মন- ঝালাপালা হবার চেয়েও,
নড়ে যায়- ভাবনা'র গতি৷
সে গতি-তে, উড়ান-তো পাই- টগবগ, টগবগ৷
কিন্তু- হৃদয়ে'র আপামর- হয়-না, শেষাবধি৷
কতো-দূর যাই, তার- হিসেব খাকে-না৷
কিন্তু- যেতে যেতে, বুঝে যাই-
বন্ধন-টা নড়বড়ে হয়ে যায়৷
আসলে, পৌঁছতে চাই- এক জায়গায়৷
পৌঁছে যাই- আরেক জায়গায়৷
ফলাফল-তো হয়৷
কিন্তু- নিবারণ হয়-না৷
এই আক্ষেপ৷৷
=


রচনা-সময়- ০৮-০১-২০১৯
=