=
মনে'র উপর শুয়ে-
ঘুমে'র আল্লারেখা ছেড়ে দিয়ে,
চুপসে যাই ।
জেগে গেলে'ই যে-
প্রণয় প্রণতি, মায়া, ভালোবাসা'র
চতুর্ভূজীয় মার-কাট !


বিষ্ময় আর- বিশ্বাসে'র খেলা-ঘরে
এক-মাত্র হয়ে থাকা- বড্ড দায় !
চুপসে যাওয়া'ই আলো'র প্রতিবিম্ব
জিইয়ে রাখা'র সামিল, এই-খানে ।।
=
ম. প্র. (০৭-১১-২০২১)
=