=
কাজে'র কথা- লিখো কই ? সব'ই-তো অদ্ভুত আনাড়ি খই ! মিথ্যে সই দিয়ে- সোনা'র অক্ষরে, নাম লিখিয়ে নিলে'ই কী- পেয়ে যাবে- দিল-জপা খ্যাতি'র কুপন ? ভাঙিয়ে নিলে'ই মুদ্রা- কম হয়ে, যায়-না । ক্ষয়ে'র ইতিহাস- জয়ে'র সূচনা'র পাড় । নীল নেত্রে- তার- দ্বীপ গড়ে, বিদ্রোহী । এক-দিন  প্রভাবিত আলো হারাবে- তার রং । মৌলিক পাবে, তার- হারানো সুর । তখন কী- দাড়িপাল্লায় খসাবে- অর্জিত তীর ? হুট করে আকাশে'র মালিকানা- দখল করতে গেলে, জমিন তার- শোধে'র কাঁকর বিছাবে'ই । রইতে গেলে- সইতে হয় । এই ভেবে, ভাবো কেনো- রইতে'ই হয় ??
=
ম. প্র. (০১-০৮-২০২১)
=