=
আঁখি'র আলোয়- দেখি-নি নমস্য ৷
মনে'র ভালোয়- জুড়েছি সর্বস্ব ৷


কে দেখে- ভুবন-মোহন ?
কে দেখে- পৃথিবী-মণ্ডল ?
দেখি শুধু- বঙ্গবন্ধু আর- তার আমল ৷
ভালোবাসা'র আপদমস্তক নিদর্শন ৷


রথ গেলে, পথ হয় ৷
রাত পেরোলে, ভোর হয় ৷
বঙ্গবন্ধু সকলে'র প্রার্থনা- হয়, রয় ৷


মুছে দেয়া- পথ-গুলো মুছে না যায় ৷
দেখা যায়- বঙ্গবন্ধু ও-যজ্ঞে কিরণ প্রভায় ৷৷
=
ম. প্র. (৩০-০৬-২০২১)
=