=
মত-গুলো বি-মতের প্রশ্রয়ে
ঢাকা পড়ে, পড়ুক।
আলোর প্রতিভাস থেকে
কেউ গুণ খুঁজুক, আর নাই খুঁজুক।
পৃথিবীর ভুল-গুলো এক তুড়িতেই
উড়িয়ে দেয়া যাক, বা- না যাক।


বলার কিছু প্রহর পরেই
চলা শুরু হয়ে যায়
জোয়ান পথিকের।


কে ফুলের বাহুডোরে দুর্গন্ধ খোঁজে,
সে তার বিরাণ।
মান্যতার অঙ্কুরে তবু-ওতো এক-দিন
বপিত হয়ে যায়- বয়ান।।
=
ম. প্র. (০৫/০৩/২০২৪)
=