=
প্রবাহ সবার অন্তরে
জিয়ানগরের বাসিন্দা
নগরের ধুলায় মিশে থাকে
স্থানান্তরের প্রবেশিকা
কিন্তু নগরের প্রেমে জুড়ে থাকে
অনন্তের স্থিরক্ষুধা।


বৈরীতার অনুকূল, প্রতিকূল
তার হাওয়ার কলিজা
খুঁটে খুঁটে অন্তলীন করে
অদৃশ্যগত সকল পর্দা
একবারের দর্জি হৃদয়ের
পোষাক কাটে বারবার
জানেনা প্রেমের সব খেলায়
বিরহ জমা অন্তসার।
=
ম. প্র. (১৮-০৫-২০২২)
=