=
ধুকপুকুরে'র গলায়-
মালোয়ার ছেড়ে দিয়ে, দেখেছি-
বেদেনী আসে-নি !
বিরহ রাখে পুড়ে, ছাই হয়েছি-
প্রতি-দিন অস্থি-মজ্জায় !
প্রভূত আনোয়ার-
যন্ত্রণা'র কলিগ হয়েছে,
বুঝি-নি !


সিরাজে'রও বুক-টা
অ-লীগ হয়েছিলো- জানি ।
তবে- আমার মতো-
বন-হাজড়া রহিঙ্গা কোথায় পাবে-
মারজানী ?


আয়ত সব তীরঙ্গা ফেলে দিয়ে,
এখন- মুকুট খুঁজি ।
বনমালী উজাড় পৃথিবী-খামে ।
তাই, চিঠি লিখি-নি ।


শরৎ'- এর কোলাহল-
যদি মানি জীবনে'র জামদানী ?
হেমন্তে'র লাগোয়ায়-
কেউ-তো নিড়িয়ে দেবে- বিষে'র মমী ।
যুগে'র আলোয়ান- কে পড়েছে,
আজমিয়ে না দিলে- দীপাবলি ?


প্রেমে'র মহিসূর রগরগ বে-হাল,
কে করবে- আমবাত সুরতহাল ?
হারানো'র বিশদ গেলে,
ফিরে-না,
যৌবণে'র উদিত নারায়ন কাল ।
বুকে বুক,
চোখে চোখ,
ঠোঁটে ঠোঁট রেখে-
হয়-না, নিবিড় অলি-কাল ।
আমাদের পরাণে আছে, কেবল-
জাগতিক ভালাবাসা আর- বসুন্ধরা নেহাল ।


তবু-
সাজ বাঁধি- বিবর্ণ-তা'র পিঠে,
মিটে যাবে-
খোয়ানো'র তাল,
আগত বানচাল ।।
=
ম. প্র. (২০-০৯-২০২১)
=