ছড়া
----------
যার হাসিতে ভুবন হাসে কতো,
পলিভরা সোনালী মাটির মতো।
তারে আমি চিনি কথায় কথায় রূপকথায়,
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির পাতায়।
সম্পর্কে সে আমার নাতি হয়, আমি তার নানা।
আদিব ইসলাম রাইয়ান নাকি নাম তার জানা।
বেঁচে উঠুক ধনে-জ্ঞানে মনে-প্রাণে উর্বর-কব্জায়,
মানুষের বিবেকে ধ্বনি ছড়ায় যেনো আলোর বহতায়।।
=


কবিতা
----------
উদ্ভবের ঠিকানায় কেউ তারে দেখে নেয়।
উত্তরণের পরাসমানে খচিত হলে পরে
তারে কেউ দেখায়।
জনের শেষে আসলে পূর্বাপর
জড়িয়ে থাকে এক মহা-জন।
শৈশবের মিশেলমিশ্রের দাবানলে
কখনো কখনো রপ্ত হয়
এক উত্তীর্ণ মানব কানন।
অপেক্ষার প্রহর তার একমাত্র অভিধান।
সময়ের শরীর ধরে তার বেড়ে ওঠা বয়ান।
লিপিবদ্ধ করে যায় সে
পৃথিবীর নয়া সকাল।
তার পায়ের ভরে পৃথিবী
তখন কদম ফেলে সকল।।
=
ম. প্র. (২৬/০৩/২০২৪)
=
(উল্লেখ্য : সদ্য জন্ম নেয়া ভাগ্নি-পুত্র(২৪/১২/২০২৩ খ্রীষ্টাব্দ) আদিব ইসলাম রাইয়ান'- এর উৎসর্গে লেখা উপরোক্ত ছড়া ও কবিতা।)
=