=
এক-টু-খানি ঝুকে, যাও!
এক-টু-খানি বেঁকে, যাও!
এমন শান- দিতে দিতে, মনে?
দাঁড়াও গিয়ে, একলা ক্ষণে!
ঝুলও এক-দিন ফুল হয়- মনে'র আলোয়৷
সে আলোয়- তোমারে পাবে-না, কোনোদিন৷
কারণ- তুমি উঠতে গিয়ে, নেমে যাও- তারও বেশী!
শীত গেলে, ফাল্গুনে'র ইতিহাসও খুঁজবে-না, তুমি!
তবু- আমার প্রণোদিত মন- তোমাকে'ই খুঁজবে, সারা-বর্ষ৷৷
=


রচনা-সময়- ১৭-০১-২০১৯
=