=
শেষ অবধি- মোহ'র জয় সঞ্চার-
বাঁচিয়ে রাখে, মানুষ, আর- মানব-জমিন৷
ব্যতীতে'র কাছে, তার কোনো- দায় নেই৷
তুমি তাড়াও যা, তার অধিকিন্তু- কিছু নেই৷
সামলানো'র প্রশ্নে'র আগে, ব্যতিব্যস্ত- নেই কিছু৷
আছে, সম্পর্কে'র কিছু- অ-নির্মিত দাবি আছে৷
মানা, আর- না মানা'র, কোনো তাগিদ নেই, সেখানে৷
কিছু যা- মনে'র অধিভূক্ত, তাকে স্বাগত জানানো দরকার৷
গুঞ্জরণে গুঞ্জরণে, এক-দিন শেষ হয়ে যায়, প্রভাতে'র কলি৷
তারপর আর- কিছু'ই থাকে-না, অবশিষ্ট- মোহ বিস্তারে'র ধন্য৷
তবুও মানুষ- সম্পর্কে জড়িয়ে থাকে, পর পর আধা- পর ধন্য, আ-ধন্য৷৷
=


রচনা-সময়- ১৮-০১-২০১৯
=